মুদ্রারাক্ষস/তৌহিদুল ইসলাম

মুদ্রারাক্ষস

তৌহিদুল ইসলাম

-কোন কর্মে লিপ্ত নাই।
কে যেন কাহাকে বলে- শীতল নিদ্রা ভাঙ্গো।

মুদ্রিত দৃশ্যেরা কেড়ে নেয় শিল্পকাতর চোখ,
গান শুনে শুনে সারাদিন কান ঝালাপালা করে!

-মুদ্রার অক্ষরে তুমি ল্যাখো মস্ত কবিতা,
আর তাদের ভাঙ্গিয়ে খেতে থাকো।

This entry was posted in তৌহিদুল ইসলাম and tagged , , , , . Bookmark the permalink.

এখানে আপনার মন্তব্য রেখে যান