ইতিহাস

‘এক টাকায় কবিতা’ প্রথম প্রকাশিত হয় ২০০৭ সালে। সামরিক শাসন আর জরুরি অবস্থার মধ্যে মধুর কেন্টিন থেকে ‘এক টাকায় কবিতা’ বের হতে থাকে। শুরুতে এটি বের হতো এক পৃষ্ঠা, ফটোকপি করা অবস্থায়। দাম ছিল ১ টাকা। এর বিস্তৃতি ছিল মধুর কেন্টিন থেকে চারুকলা ছবির হাট, আজিজ মার্কেট শাহবাগ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলা পর্যন্ত। ৭০টি সংখ্যা বেরোনোর পর ‘এক টাকায় কবিতা’ আর বের হয়নি।

‘এক টাকায় কবিতা’ আবার নতুন করে বের হচ্ছে অনলাইনে, এই  ব্লগসাইটটিতে। এখানে নিয়মিত বাংলা কবিতা, ভিন্ন ভাষার কবিতার অনুবাদ এবং কবিতা বিষয়ক নানাধর্মী লেখা প্রকাশ করা হবে।

বলে রাখা ভালো, ‘এক টাকায় কবিতা’ প্রাতিষ্ঠানিকতার পক্ষে নয়। আবার এটি কখনও তথাকথিত প্রথাবিরোধিতার স্লোগান-নির্ভর প্রকাশনাও ছিল না। ‘এক টাকায় কবিতা’-য় আমরা কবিতাই করতে চাই, সর্বোপরি।

বাংলাদেশের অনলাইন প্রকাশনা, বিশেষ করে ব্লগগুলোতে গোঁড়া জাতীয়তাবাদী যে চণ্ডতা ইদানিং লক্ষ করা যাচ্ছে, সেই প্রেক্ষিতে অনলাইন ‘এক টাকায় কবিতা’ পাঠকের শ্বাস নেওয়ার একটা ভালো জায়গা তৈরি করবে আশা রাখি।

লেখা পাঠানোর ঠিকানা : ektakaykobita@gmail.com

এখানে আপনার মন্তব্য রেখে যান