গান/তারিক টুকু

গান

তারিক টুকু

 

গান শুনি, কাঠপুষ্প ঝরে।

আলোকে উজ্জ্বলভাবে অন্ধ করে যায়, তার ফণা
উতলা মীড়ের মত দোলে আর ফিরে ফিরে আসে,
কার কাছে!
অস্থির রেণুর মত সে কি তবে ছড়ায় বাতাসে।

যে তোমার ভাষা বোঝে, সমস্ত অন্যায় –
তীব্র জ্বলজ্বল ঐ নক্ষত্রমণ্ডলে ছাপ ফেলে
কী যে বলে!
বুঝি ভাষার অভাবে সেই সন্ধিক্ষণ চিরমূর্ছা যায় ।

This entry was posted in তারিক টুকু and tagged , , , , . Bookmark the permalink.

এখানে আপনার মন্তব্য রেখে যান